ইসলাম ডেস্ক || মিডিয়া জার্নাল
ইসলামী আইন ও বিধি-বিধানের প্রধান লক্ষ্য হলো মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করা। এ লক্ষ্যকে সংক্ষেপে বলা হয় মাকাসিদে শরিয়াহ। মহান আল্লাহ কোরআনে বলেন, ‘আমি আপনাকে (হে রাসুল) দ্বিনের সঠিক পথের (শরিয়তের) ওপর প্রতিষ্ঠিত করেছি।’ (সুরা জাসিয়া, আয়াত ১৮) এবং অন্য আয়াতে উল্লেখ করেছেন, ‘তিনি তোমাদের জন্য দ্বিন বিধিবদ্ধ (শরিয়াহ) করে দিয়েছেন,…তোমরা দ্বিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না।’ (সুরা শুরা, আয়াত ১৩)
শরিয়তের মূল উদ্দেশ্য হলো পাপ-পঙ্কিলতাপূর্ণ পরিবেশ থেকে মুক্তি দেওয়া। কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা আহজাব, আয়াত ৩৩) ইসলামের নীতি সহজ-সাবলীল জীবনধারা ও সৎাচরণের ওপর ভিত্তি করে। নবী (সা.) বলেন, ‘বান্দাদের ওপর আল্লাহর হক হচ্ছে, তারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না।’
মাকাসিদে শরিয়াহ হলো শরিয়তের অন্তর্নিহিত লক্ষ্য যা মানুষের সামগ্রিক কল্যাণ ও মঙ্গল সাধন করে। ইসলামী আইন বিশেষজ্ঞরা এই লক্ষ্যগুলোকে পাঁচটি প্রধান দিক হিসেবে চিহ্নিত করেছেন—
-
আদ-দ্বিন (ধর্ম): ইসলাম ধর্ম পালনের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা।
-
আন-নফস (জীবন): মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা।
-
আল-আকল (বুদ্ধি): জ্ঞানার্জন ও বুদ্ধিভিত্তিক কাজের স্বাধীনতা রক্ষা করা।
-
আন-নাসাব (বংশ): বংশ ও প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা।
-
আল-মাল (সম্পদ): সম্পদ রক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।
মাকাসিদে শরিয়াহ অর্জনের প্রয়োজনীয়তা তিনটি স্তরে ভাগ করা হয়—
-
আজ-জরুরিয়াত (অত্যাবশ্যকীয়): ধর্ম, জীবন, বুদ্ধি, বংশ ও সম্পদ রক্ষা।
-
আল-হাজিয়াত (প্রয়োজনীয়): জীবনযাপন সহজ করার জন্য বিষয় যেমন—বিয়ে, ব্যবসা ইত্যাদি।
-
আৎ-তাহসিনিয়াত (সৌন্দর্য, বিলাসিতা): জীবনকে সুন্দর ও পরিপাটি করার জন্য আনুষঙ্গিক ব্যবস্থা যেমন—খাবার, পোশাকের মান উন্নয়ন।
মাকাসিদে শরিয়াহ বিশ্লেষণ করে শরিয়তের বিধানগুলো বোঝা ও আধুনিক জীবনে তার সঠিক প্রয়োগ নিশ্চিত করা হয়। মানব সৃষ্টির মূল লক্ষ্য হলো মহান আল্লাহকে চেনা, তাঁর পরিচয় জানা এবং তাঁর ইবাদত করা। শরিয়তের অন্তর্নিহিত উদ্দেশ্যও মানুষের জীবনকে সুবিন্যস্ত করে সুখ ও কল্যাণ নিশ্চিত করা।
ইসলাম শান্তির ধর্ম। নবী (সা.) বলেছেন, ‘সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ জানিয়ে আহবান করো, ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিয়ো না।’ (বুখারি)
লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর



























