২০২৬ সালের হজের নিবন্ধনের সময়সীমা আরও বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ–৩ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, ব্যাংক ও সংশ্লিষ্ট সব পক্ষের সুবিধার্থে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের সময়সীমা বিশেষ বিবেচনায় বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করে হজযাত্রীদের গমন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, হজ নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১২ অক্টোবর।



























