নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না
খুলনায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি নানা সংশয় রয়েছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন আরও বলিষ্ঠ ও স্বচ্ছভূমিকা না নিলে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে না।
চব্বিশের আন্দোলনের পরে রাজনৈতিক নেতাদের আত্ম উপলব্ধি এসেছে যে নিরপেক্ষ মেধাভিত্তিক প্রশাসন ও কল্যাণধর্মী রাষ্ট্র গড়ে তুলতে না পারলে তাদেরকেও দেশ ছেড়ে পালাতে হবে, যোগ করেন তিনি।
বৃহস্পতিবার(২০ নভেম্বর ) সকালে খুলনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
সকালে নগরীর হোটেল সিটি ইন এ এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এটি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিপিডি’র চতুর্থ আয়োজন।
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ প্রজন্মের ভাবনা ও মতামত জানবে তারা।
দেবপ্রিয় বলেন, দেশ নির্বাচনমুখী হয়ে উঠছে, নির্বাচন অবশ্যম্ভাবী। কিন্তু আমরা কেমন নির্বাচন পাব- সেই প্রশ্ন জনগণের মনে রয়ে গেছে।”
ড. দেবপ্রিয় বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বহুদিন ধরে আলোচিত হলেও বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। পদ্মা সেতু চালুর পরে প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। জমির মূল্য বৃদ্ধি পেলেও কর্মসংস্থান বা শ্রমিকের ন্যায্য মজুরি বাড়েনি। সভায় এ বিষয়গুলো নিয়ে কথা বলেন নাগরিকরা।
সভায় আগামী নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের কাছে নাগরিক নেতৃবৃন্দ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় জনপদে নানা প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাক, নিরাপদ সড়ক, শিল্পের উন্নয়ন, পলিথিন ও প্লাস্টিক বর্জনসহ সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ , সুশাসন প্রতিষ্ঠা প্রভৃতি।
এছাড়া আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, সর্বত্র বিরাজমান দূর্নীতি, ন্যায়বিচার ও সুশাসনের অভাব, ইত্যাদি বিষয় উঠে আসে আলোচনায়।
সভায় সমাপনী বক্তৃতা করেন সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এসয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, এনসিপির ডাঃ আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।


















