ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন পালিত। বৃহসপতিবার সকাল ৮টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরী বন্ধ রেখে মালিকরা এ কর্মসচী পালন করে।
সকালে খালিশপুরস্থ কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে টাংকলরীতে জ¦ালানী তেল উত্তোলন না করে গেটের সামনে রেখে কর্মবিরতি শুরু হয়। এ ছাড়া বিএল কলেজ রোড়, বিআইডিসি রোড সহ কাশিপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ট্যাংকলরী রেখে অবস্থান করে তারা।
যে কারণে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন ও বিপনন সম্পূর্ন বন্ধ হয়ে যায়। এদিকে এই আন্দোলনের ফলে খুলনা সহ ১৬ জেলায় জ¦ালানী তেল সরবরাহ বন্ধ রয়েছে।
খুলনার ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও খুলনা বিভাগের ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আলী জানান, এক সপ্তাহর জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরীতে জ্বালানী তেল সরবরহ ও পরিবহন বন্ধ থাকবে। পরবর্তীতে ২য় সপ্তাহে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে । এরপর দাবী পূরন না হলে ৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরীযোগে জ্বালানী তেল পরিবহন বন্ধ থাকবে।
দাবি গুলোর মধ্যে রয়েছে , ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি সেবা গ্রহণ কারী কর্তৃক ভ্যাট প্রদানের ঘোষণা গেজেটে প্রকাশ, সকল ট্যাংকলরীর জন্য আন্ত জেলা রুটপারমিট এবং রাস্তায় চলার যোগ্য হলেই ফিটনেস প্রদান, ট্যাংকলরীর ইকোনামিক লাইফ ৩৫ বছর অর্থাৎ ১৯৯০ সাল পর্যন্ত তৈরী এবং ১৯৯০ সালে রেজিস্ট্রেশন করা পর্যন্ত সকল ট্যাংকলরী গুলিকে প্রাথমিকভাবে রাস্তায় চলার বৈধতা দেয়া।


















