ইসলাম ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

ক্রোয়েশিয়ায় ইসলামের বিস্তার: অতীত থেকে বর্তমান
দক্ষিণ–পূর্ব ইউরোপের সমৃদ্ধ দেশ ক্রোয়েশিয়া। আধুনিক ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও দেশটিতে ইসলামও ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে। বর্তমানে এটি ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিচিত।
ক্রোয়েশিয়ার পরিচিতি
আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত ক্রোয়েশিয়ার উত্তর দিকে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া এবং দক্ষিণ–পূর্বে বসনিয়া–হার্জেগোভিনা ও মন্টিনেগ্রো। রাজধানী জাগরেব। আয়তন প্রায় ৫৬ হাজার ৫৯৪ বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় ৪৫ লাখ ৮০ হাজার।
এখানে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের আধিপত্য থাকলেও মুসলমানদের সংখ্যা প্রায় ৭৫ হাজার, যা মোট জনসংখ্যার প্রায় ১.৭৫ শতাংশ। এদের বড় অংশই নও–মুসলিম।
ইসলামের আগমন
১৫–১৬ শতকের দিকে অটোমান শাসনামলে ক্রোয়েশিয়ায় ইসলামের প্রচলন ঘটে। দীর্ঘ ক্রোয়েশিয়ান–অটোমান যুদ্ধ চলাকালে কিছু অঞ্চল অটোমানদের নিয়ন্ত্রণে আসে। সেখানেই মুসলিম বসতি গড়ে ওঠে এবং স্থানীয় কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের কারণে আলবেনিয়া, বসনিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে মুসলিমরা এখানে আসতে থাকেন। তাদের মাধ্যমে ইসলাম আরও বিস্তার লাভ করে।
বিকাশ ও বর্তমান অবস্থা
১৯৬৯ সালে গুঞ্জা শহরে প্রথম আধুনিক মসজিদ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশটিতে ১১টি মসজিদ ও দুটি ইসলামিক সেন্টার রয়েছে—একটি জাগরেবে এবং অন্যটি রিজেকায়। এসব কেন্দ্র থেকে কোরআন শিক্ষা, ইসলামী অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
অটোমান শাসনামলে এখানে প্রায় ২৫০টি মসজিদ ছিল, কিন্তু সময়ের সঙ্গে বেশিরভাগ ধ্বংস হয় বা গির্জায় রূপান্তরিত হয়।
সংগঠন ও কার্যক্রম
‘ক্রোয়েশিয়ান ইসলামিক কমিউনিটি’ নামের সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহায়তা করে। পাশাপাশি তাবলিগ জামাতসহ বিভিন্ন ইসলামী সংগঠন নিয়মিত দাওয়াতি কাজ পরিচালনা করছে।
সংবিধানে ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি থাকায় ইসলাম পালনে কোনো বাধা নেই।

