স্পোর্টস ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

২০২৫ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে নির্ধারিত এই ম্যাচ স্থগিত বা বাতিল চেয়ে চারজন আইন শিক্ষার্থী আদালতে আবেদন করেছিলেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিচারপতি জে. কে. মহেশ্বরী ও বিজয় বিষ্ণোইর বেঞ্চে বিষয়টি শুনানি হলে আদালত মন্তব্য করে, “এটা তো শুধু একটা খেলা। ম্যাচ এখন রবিবারেই, আর কিছু করার নেই। ম্যাচ হওয়া উচিত।”
আবেদনকারীদের দাবি ছিল, সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পরপর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন দেশের ভাবমূর্তির সঙ্গে যায় না। তাঁদের বক্তব্য, দেশের সৈন্যরা যখন সীমান্তে জীবন বাজি রেখে লড়াই করছেন, তখন পাকিস্তানের সঙ্গে খেলায় তাদের আত্মত্যাগকে অসম্মান করা হবে এবং শহীদ পরিবারের মনও আঘাত পেতে পারে।
এশিয়া কাপে ভারত–পাকিস্তান লড়াই সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। গ্রুপ পর্ব শেষে দুই দল সুপার ফোরে উঠলে ২০ সেপ্টেম্বর আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ২৮ সেপ্টেম্বরের ফাইনালেও হতে পারে আরেকটি ভারত–পাকিস্তান দ্বৈরথ।
শুধু ক্রিকেটই নয়, দুদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে অন্য মঞ্চেও। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগামী ১৮ সেপ্টেম্বর টোকিওতে মুখোমুখি হবেন দুই দেশের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জ্যাভলিন তারকা—ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম।

