স্পোর্টস ডেস্ক || মিডিয়া জার্নাল
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছোট পরিসরে মাত্র পাঁচ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এবারের আসর।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের (জিসি) সম্পাদক ইফতেখার রহমান মিঠু এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়ের সীমাবদ্ধতা থাকায় এবারের বিপিএল সংক্ষিপ্ত আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি শেষ হবে টুর্নামেন্টটি। তাই আমরা আপাতত পাঁচ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজন করব। ভবিষ্যতে দলের সংখ্যা ছয় বা সাত করা হতে পারে।”
ফরচুন বরিশালের অংশগ্রহণ প্রসঙ্গে মিঠু বলেন, “তারা যদি আসে, সেটি আমাদের জন্য ভালো হবে। কাউকে জোর করতে চাই না, তবে আমরা তাদের সবসময় স্বাগত জানাই। তারা দল পরিচালনায় ভালো কাজ করেছে এবং তাদের সমর্থক গোষ্ঠীও শক্তিশালী।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর মিঠু জানান, বোর্ড এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তার মতে, “বাংলাদেশ ক্রিকেট বর্তমানে একটি ট্রানজিশন পর্যায়ে আছে। তাৎক্ষণিক সাফল্যের চেয়ে আমরা টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছি।”
তিনি আরও বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য পাঁচ বছরের সুযোগ দেওয়া হচ্ছে। আইসিসি র্যাংকিংয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্থিতিশীলতা বজায় রাখা। সামনে বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন—এই দুই পরিস্থিতি সামলে আমরা এগিয়ে যাব।”
শেষে তিনি যোগ করেন, “আমরা কাউকে অংশ নিতে বাধ্য করব না। যারা আগ্রহী, তাদের নিয়েই ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্ট কাজ করবে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পেশাদারিত্ব বাড়ানো হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে পারে।



























