স্পোর্টস ডেস্ক || মিডিয়া জার্নাল
বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, সাকিবের ফেরার কোনো পথ এখন আর খোলা রাখা সম্ভব নয়—যা দেশের ক্রীড়া মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
‘ক্রিকবাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “আমার পক্ষে আর ওই দরজাটা খোলা রাখা সম্ভব নয়। কারণ আমার কিছু প্রতিশ্রুতি আছে, যেখানে আমাকে জবাবদিহি করতে হয়—নিজের বিবেকের কাছেও।”
তিনি সাকিবের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কথাও উল্লেখ করেন। আসিফ মাহমুদের ভাষায়, “সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, আর্থিক জালিয়াতি এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো অভিযোগ রয়েছে। এর সঙ্গে শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় বিতর্ক আরও বেড়েছে।” তবে তিনি দাবি করেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করছে না; বরং সাকিবের নিজস্ব কর্মকাণ্ডই তাকে এই অবস্থায় ফেলেছে।
আলোচনায় মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “আমার জানামতে মাশরাফি বিন মর্তুজা তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। ফেসবুকে তিনি তা স্পষ্ট করেছিলেন বলেই মনে আছে।”
অন্যদিকে, সাকিব এখনো নিজের অবস্থান বদলের কোনো ইঙ্গিত দেননি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বাণিজ্যিক কার্যক্রমে সক্রিয় থেকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। ক্রীড়া উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে সাকিবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে বলে মনে করছেন অনেকেই।



























