স্পোর্টস ডেস্ক || মিডিয়া জার্নাল
নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন বাংলাদেশের একাধিক নারী ক্রিকেটার। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে এসেছে চমক, ব্যাটারদের মধ্যেও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন।
বোলারদের তালিকায় সবচেয়ে বড় সাফল্য এসেছে তরুণ স্পিনার রাবেয়া খানের হাতে। তিন ধাপ এগিয়ে তিনি এখন ১৮তম স্থানে। আরও বড় লাফ দিয়েছেন ফাহিমা খাতুন—এক ঝটকায় ১৮ ধাপ উঠে এসে এখন ২৭ নম্বরে। অন্যদিকে, শীর্ষ দশে থাকা নাহিদা আক্তার দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমেছেন, আর পেসার মারুফা আক্তার রয়েছেন ৪৫তম স্থানে।
ব্যাট হাতে ভালো খেলেছেন সোবহানা মোস্তারী। বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ৭০তম অবস্থানে। ফাহিমা খাতুন ব্যাটিংয়েও উন্নতি করে উঠে এসেছেন ৯২ নম্বরে।
তবে অভিজ্ঞ দুই ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের জন্য র্যাংকিংয়ে এসেছে দুঃসংবাদ। জ্যোতি নেমে গেছেন ৩৬তম স্থানে, ফারজানা সাত ধাপ পিছিয়ে ৩৯তম। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন শারমিন আক্তার সুপ্তা, যার অবস্থান ৩১তম।
অলরাউন্ডার র্যাংকিংয়েও উজ্জ্বল রাবেয়া ও ফাহিমা—রাবেয়া ২৩ ধাপ এগিয়ে ২৬তম, আর ফাহিমা ১৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে অবস্থান করছেন।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যদিও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়, তবে ঐ ম্যাচগুলোর ব্যক্তিগত নৈপুণ্যই টাইগ্রেসদের র্যাংকিংয়ে এনে দিয়েছে এই সুখবর।



























