স্পোর্টস ডেস্ক || মিডিয়া জার্নাল
হোম অব ক্রিকেট’ নামে পরিচিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেই চেনা গর্জন যেন আজ হারিয়ে গেছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামলেও গ্যালারিতে দেখা মেলেনি আগের মতো দর্শকের উচ্ছ্বাস বা তুমুল সমর্থনের।
টসের সময় থেকেই স্টেডিয়ামের চারপাশজুড়ে ছিল ফাঁকা আসনের সারি। এমন নিরব দৃশ্য বাংলাদেশের ঘরের মাঠে একেবারেই বিরল— বরং অনেকের চোখে এটি এক ধরনের হতাশার প্রতিচ্ছবি। একসময় ঢাকায় কোনো আন্তর্জাতিক ম্যাচ মানেই ছিল উৎসবের আবহ; লাল–সবুজ পতাকায় রঙিন হয়ে উঠত গ্যালারি। টিকিট পাওয়া ছিল যেন সোনার হরিণ। কিন্তু এবার সেই উন্মাদনা অনেকটাই ম্লান। টিকিট সহজলভ্য হলেও দর্শক উপস্থিতি আশানুরূপ নয়।
দর্শকসংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করলে সামনে আসে সাম্প্রতিক ব্যর্থতার চিত্র। আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা এখনো ভোলেনি সমর্থকেরা। দলের প্রতি আস্থা ও আগ্রহ— দুটোই যেন কিছুটা ফিকে হয়ে এসেছে।
মাঠে আসা এক নিয়মিত দর্শক বলেন, “আফগানিস্তানের বিপক্ষে এমন হারের পর খেলা দেখার আগ্রহই হারিয়ে ফেলেছি। মন থেকে আর আগের মতো টান পাই না।”
এছাড়া প্রচণ্ড গরমও দর্শক উপস্থিতি কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। দিনের তাপমাত্রা কিছুটা কমলে হয়তো স্টেডিয়ামের খালি আসনগুলো পূর্ণ হবে এবং টাইগাররা ফিরে পাবে সেই পরিচিত সমর্থনের শক্তি— এমনটাই আশা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩ উইকেটে ৮৪ রান।



























