স্পোর্টস ডেস্ক || মিডিয়া জার্নাল
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে হারার পর দলকে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
স্পিন আক্রমণ জোরদার করতে দলে যোগ দিচ্ছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ওয়ানডের আগেই আজ রাতেই তিনি ঢাকায় পৌঁছাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে প্রথম ম্যাচে স্পিনারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এ কারণেই ক্যারিবীয় দলটি স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বাংলাদেশও স্পিন শক্তি বাড়াতে দলে যুক্ত করেছিল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
প্রথম ম্যাচে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম মিলে ৮ উইকেট শিকার করে স্বাগতিকদের জয়ের বড় ভূমিকা রাখেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের খারি পিয়েরে ও রস্টন চেজও ভালো বোলিং করেন, তবে দল জয়ের দেখা পায়নি।
এ ছাড়া নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস, যিনি এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে জেডিয়াহ ব্লেডস ও শামার জোসেফ দেশে ফিরে যাচ্ছেন।
অন্যদিকে, অলরাউন্ডার জেসন হোল্ডার আগামী ২১ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন।



























