ডেস্ক রিপোর্টার || ভয়েজ অফ জাস্টিস

নেপালের টালমাটাল রাজনীতিতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসছে সেনা নেতৃত্ব, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল ও আন্দোলনরত জেন-জি প্রতিনিধিদের মধ্যে। আলোচনার মূল বিষয়—অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে থাকবেন।
আন্দোলনকারী তরুণ প্রজন্ম ইতিমধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই তাদের একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আজকের বৈঠকে এই সিদ্ধান্তই আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। প্রথমে সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের উপস্থিতিতে কারকির সহযোগীদের সঙ্গে সেনাদের বৈঠক হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী শীতল নিবাসে প্রেসিডেন্টের কার্যালয়ে আলোচনা চলবে। কাঠমান্ডুর মেয়র বালেন শাহ প্রকাশ্যে কারকির প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় তরুণদের আন্দোলন আরও জোরালো হয়েছে।
সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং বিচারিক ক্যারিয়ারে সাহসী রায় তাকে তরুণ প্রজন্মের কাছে আস্থার প্রতীক করে তুলেছে। ১৯৫২ সালে জন্ম নেওয়া কারকি ১৯৭৯ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে সুপ্রিম কোর্টে অ্যাড-হক বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর ধাপে ধাপে উঠে আসেন প্রধান বিচারপতির আসনে। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তবে রাজনৈতিক মহলে নানা বিতর্ক থাকলেও সাধারণ মানুষের কাছে সততার প্রতীক হিসেবে তিনি জনপ্রিয়।
নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন দুটি বই— কারা, যেখানে কারাগারে থাকার সময়ের কথা উঠে এসেছে, আর ন্যায়, তার আত্মজীবনী। এ ছাড়া নারীর অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থানও ব্যাপকভাবে আলোচিত।
এক ভার্চ্যুয়াল আলোচনায় তিনি স্পষ্ট করে বলেছেন, তরুণদের আহ্বান গ্রহণ করেছেন। “নেপালে সবসময় সমস্যা ছিল, এখন পরিস্থিতি আরও কঠিন। তবে আমরা একসঙ্গে কাজ করলে একটি নতুন সূচনা সম্ভব”—বলেছেন তিনি।
যদিও আলোচনায় নেপাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সিইও কুলমান ঘিসিংয়ের নামও উঠে এসেছিল, শেষ পর্যন্ত জেন-জি আন্দোলনের তরুণরা সুশীলা কারকিকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র প্রার্থী ঘোষণা করে।
এর আগে দুর্নীতি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ ও বিক্ষোভে ১৯ জনেরও বেশি তরুণ নিহত হওয়ার ঘটনার জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। বর্তমানে সেনাবাহিনীর হাতে দেশের নিয়ন্ত্রণ থাকলেও আজকের বৈঠক নেপালের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

