ডেস্ক রিপোর্টার || মিডিয়া জার্নাল
কৃষ্ণ সাগর উপকূলীয় শহর ওডেসার মেয়র জেনাডি ত্রুখানোভের ইউক্রেনীয় নাগরিকত্ব বাতিল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার পাসপোর্ট গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এক টেলিগ্রাম বার্তায় জানায়, ত্রুখানোভের নাগরিকত্ব স্থগিত করা হয়েছে, কারণ তিনি ‘আক্রমণকারী দেশ’ রাশিয়ার বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট ধারণ করেছেন। ইউক্রেনের আইনে দেশটির নাগরিকদের রাশিয়ার নাগরিকত্ব নেওয়া নিষিদ্ধ। এ কারণে ত্রুখানোভকে দেশ ছাড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি এসবিইউ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, যিনি রাশিয়ান এজেন্ট নেটওয়ার্ক ও সহযোগীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিষয়ে প্রতিবেদন দিয়েছেন। জেলেনস্কি ইঙ্গিত দেন, ওডেসায় দীর্ঘদিনের নিরাপত্তা সমস্যার জন্য মেয়র ত্রুখানোভের অবহেলাই আংশিকভাবে দায়ী।
অন্যদিকে, ২০১৪ সাল থেকে মেয়রের দায়িত্বে থাকা ত্রুখানোভ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কখনো রাশিয়ার পাসপোর্ট নেননি এবং নিজেকে একজন ইউক্রেনীয় নাগরিক বলেই দাবি করেন। তিনি আরও জানান, যতদিন সম্ভব নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করবেন।
একসময় প্রো-রাশিয়ান ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত ত্রুখানোভ ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর অবস্থান পরিবর্তন করে মস্কোর সমালোচনা শুরু করেন এবং ওডেসার প্রতিরক্ষা ও ইউক্রেনীয় সেনাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ত্রুখানোভের নাগরিকত্ব বাতিলের পর প্রেসিডেন্ট জেলেনস্কি শহরের প্রশাসন পরিচালনার জন্য সামরিক প্রশাসন নিয়োগ দিয়েছেন। প্রায় ১০ লাখ জনসংখ্যার এই শহর কৃষ্ণ সাগর উপকূলে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।



























