ডেস্ক রিপোর্টার || মিডিয়া জার্নাল
চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার অর্জিত নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উৎসর্গ করেছেন।
নরওয়ের নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে।
পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারিয়া লেখেন, “এই পুরস্কারটি আমি ভেনেজুয়েলার কষ্টভোগী জনগণ ও আমাদের আন্দোলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী সহায়তার প্রতি উৎসর্গ করছি।”
পরে জানা যায়, মারিয়া ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা বিনিময় করেছেন। ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “নোবেলজয়ী মারিয়া আমাকে ফোন করে জানিয়েছেন, তিনি এই সম্মান আমার উদ্দেশে উৎসর্গ করেছেন।”
তবে নোবেল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ট্রাম্প বলেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রেখেছেন এবং সেই কারণেই তিনি নিজেকে এই পুরস্কারের যোগ্য মনে করেন।
অন্যদিকে, নোবেল কমিটির সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে তারা জানায়, কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল না পেলেও বিশ্ব শান্তি, সংঘাত নিরসন এবং মানবতার কল্যাণে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তার মানবিকতা ও দৃঢ় ইচ্ছাশক্তিই তাকে অনন্য করে তোলে।”



























