অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সকালে রাফা অঞ্চলে হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন আহত হয়। পরে ইসরায়েল-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষে আরও দুই সেনা প্রাণ হারায়।
তবে হামাস জানায়, রাফায় এমন কোনো সংঘর্ষের ঘটনা সম্পর্কে তারা অবগত নয়। তবুও ইসরায়েল গাজাজুড়ে তীব্র হামলা চালায়, যাতে বহু বেসামরিক নাগরিক নিহত হন।
দিনের শেষ দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতে ও সামরিক অভিযানের ধারাবাহিকতা শেষে তারা পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করছে—যা পূর্বে হামাস লঙ্ঘন করেছিল বলে দাবি করা হয়।
এর আগে গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তী দিনগুলোতে গাজায় নিয়মিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারান।
অন্যদিকে, রোববার ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দেয়। তবে নিষেধাজ্ঞাটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।



























