বিনোদন ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যার দুর্দশায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের প্রচার কিংবা নিজের নতুন ছবি কিং-এর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও মানবসেবায় পিছিয়ে থাকেননি তিনি। তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘মীর ফাউন্ডেশন’ ইতোমধ্যেই ত্রাণ কার্যক্রমে সক্রিয় হয়েছে।
গত ৩৭ বছরে পাঞ্জাবে এত বড় বন্যা দেখা যায়নি। টানা বর্ষণে রাজ্যের বহু এলাকা প্লাবিত হয়েছে। জানা গেছে, বানভাসি প্রায় দেড় হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মীর ফাউন্ডেশন ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে অমৃতসর, পাতিয়ালা, ফজিলকা ও ফিরোজপুরসহ দুর্গত অঞ্চলে। বিশুদ্ধ পানি, খাবার, তোষক, ফোল্টিং কট, মশারি ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে কিং খানের টিম।
সংগঠনটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শুধু জরুরি সহায়তাই নয়—ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় ঘরবাড়ি গড়ে তুলতেও সহযোগিতা করা হবে।
চলতি মাসের শুরুতে টুইটার বার্তায় শাহরুখ লিখেছিলেন, “পাঞ্জাবের ভয়াবহ বন্যায় প্রতিটি ক্ষতিগ্রস্ত প্রাণের জন্য আমি ব্যথিত। প্রার্থনা ও ভালোবাসা রইল, পাঞ্জাবের আত্মা কখনো ভাঙবে না। সৃষ্টিকর্তা তাদের আশীর্বাদ করুন।

