বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিচ্ছেদের খবর প্রকাশের দেড় বছর পর আবারও একসঙ্গে দেখা মিলেছে তাদের। এই নিয়ে জোর গুঞ্জন উঠেছে—তাহলে কি আবারও মিলছে তাদের ভাঙা সংসার?
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে রাকিব সরকার ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লেখেন, “মাশাআল্লাহ।” একই ছবি কিছুক্ষণ আগে রাকিব সরকারও নিজের প্রোফাইলে শেয়ার করেন। সময়ের কাছাকাছি তাদের এমন পোস্টে ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে।
মাহি ও রাকিবের ঘনিষ্ঠদের কেউ কেউ জানিয়েছেন, তারা আবার এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, সম্পর্কের অবনতি হলেও তারা আসলে আলাদা হননি।
ভক্তরা মন্তব্য করেছেন, “সব আগের মতো হয়ে যাক।” তবে মাহি বা রাকিব—দুজনের কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। এর আগে তিনি ২০১৬ সালে ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন, যা ২০২১ সালের মে মাসে বিচ্ছেদে শেষ হয়।
বর্তমানে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, তবে রাকিব সরকারের অবস্থান জানা যায়নি।



























