বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা একসময় টলিউডে নিয়মিত কাজ করলেও এখন বলিউডেই বেশি ব্যস্ত। নানা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এই সাফল্যের পথে তার শুরুটা ছিল একদম সাধারণ—একজন মধ্যবিত্ত তরুণের মতোই জীবনের সংগ্রামে দিন কাটছিল তার। চাকরি করতেন, কিন্তু অভিনয়ের নেশা তাকে ছাড়েনি। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন, এমনকি একসময় ট্যাক্সি চালানোরও পরিকল্পনা করেছিলেন।
জি বাংলার টক শো ‘অপুর সংসার’-এ রাজেশ শর্মা নিজের সেই লড়াইয়ের গল্প শেয়ার করেছেন। অনুষ্ঠানে তিনি জানান, একসময় অপর্ণা সেনের নাটক ও শোতে অভিনয় করতেন তিনি। একদিন অপর্ণা সেন তাকে নিজের বাড়িতে ডাকেন এবং নতুন একটি চিত্রনাট্য পড়ে শোনান—সিনেমার নাম পারমিতার একদিন।
রাজেশ ভেবেছিলেন, হয়তো কোনো ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। কিন্তু শুনে হতবাক হয়ে যান, যখন অপর্ণা সেন বলেন—তাকে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর চরিত্রে অভিনয় করতে হবে!
রাজেশ অবাক হয়ে বলেছিলেন, “আমি? আমাকে দিয়ে হিরোর স্বামীর চরিত্র?” তিনি নাকি পরামর্শ দিয়েছিলেন, প্রসেনজিৎ বা অন্য কোনো জনপ্রিয় অভিনেতাকে নিতে। কিন্তু অপর্ণা সেন নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সেখান থেকেই শুরু হয় রাজেশ শর্মার বড় পর্দায় উল্লেখযোগ্য পথচলা।



























