বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণীকে ঘিরে দীর্ঘদিন ধরেই রয়েছে ভক্তদের আগ্রহ ও আলোচনার ঝড়। প্রায় এক দশকের সম্পর্ক—মিষ্টি ভালোবাসা আর খুনসুটিতে ভরা—বহুবারই জায়গা করে নিয়েছে সংবাদমাধ্যমের শিরোনামে।
এখন দেব পুরোপুরি ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ‘প্রজাপতি–২’ নিয়ে। ইতোমধ্যে সিনেমার পোস্টার ও টিজার নেটদুনিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
নতুন এ ছবিতে দেবকে দেখা যাবে একজন সিঙ্গেল ফাদার চরিত্রে। সাংবাদিকরা যখন জানতে চান, বাস্তব জীবনে তিনি কবে বাবা হওয়ার পরিকল্পনা করছেন, হেসে দেব বলেন—
“আগে তো বিয়ে করতে হবে!”
এরপর যোগ করেন, “আমি ভাগ্য ও পারিবারিক ইচ্ছার ওপর বিশ্বাস করি। আমার মনে হয়—সবকিছু সময়মতোই ঘটে। যখন কপালে লেখা থাকবে, তখনই হবে।”
অভিজিৎ সেনের পরিচালনায় তৈরি ‘প্রজাপতি–২’–এ আবারও একসঙ্গে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীকে। তাঁদের সঙ্গে আছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুসহ আরও অনেকে।



























