বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো পুরস্কার জিতেছে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। স্টুডেন্ট ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে ছবিটি।
শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হয়।
‘নিশি’–এর মাধ্যমে এমা অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি চলচ্চিত্র সম্মাননা পেল। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী, সহ–পরিচালনায় ছিলেন জহিরুল ইসলাম।
প্রযোজনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, এই অর্জনের মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে স্থান পেয়েছে—যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক ঐতিহাসিক সাফল্য।
পরিচালক গোলাম রাব্বানী বলেন, “এটা সত্যিই আনন্দের খবর। ‘নিশি’ এমা অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়েছে—এটি বাংলা সিনেমার জন্য এক গর্বের অর্জন। এই প্রাপ্তি আমাকে ভবিষ্যতে প্রকৃতি ও জীবনের গল্প আরও গভীরভাবে বলতে অনুপ্রাণিত করবে।”
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনোস্ক ঢাকার সহায়তায় নির্মিত ‘নিশি’র কাহিনিতে দেখা যায়—এক চা শ্রমিকের মেয়ে পানির সংকটে পড়ালেখা বন্ধ করে দেয়। পরে টিউবওয়েল বসানোর প্রলোভনে স্থানীয় এক ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দেয়।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে এর পোস্ট–প্রোডাকশন কাজ সম্পন্ন হয়—যা বাংলাদেশের কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে প্রথম।
সিলেটের একটি চা বাগানে এর শুটিং হয়েছে। বর্তমানে ‘নিশি’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে এবং শিগগিরই দেশে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক স্বীকৃতি পেয়েছিল।



























