বিনোদন ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরে ইতিহাস গড়লেন ভারতের অনুপর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন তিনি, তার ছবি সংস অফ ফরগটেন ট্রিজ–এর জন্য। এ বিভাগে কোনো ভারতীয় নির্মাতা এবারই প্রথমবার এমন স্বীকৃতি পেলেন।
পুরস্কার জয়ের পর আবেগাপ্লুত অনুপর্ণা জানান, এই সাফল্য তিনি উৎসর্গ করছেন নিঃশব্দে লড়ে যাওয়া প্রতিটি নারীর প্রতি। তার ভাষায়, “এই সিনেমাটি প্রতিটি নারীর লড়াইয়ের গল্প। যারা নীরবে সংগ্রাম করে চলেন অথচ স্বীকৃতি পান না, তাদের জন্যই এই জয়।”
ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে সাদা শাড়ি পরে পুরস্কার গ্রহণের সময় চোখ ভিজে ওঠে তার। মঞ্চে উঠে তিনি প্রযোজক অনুরাগ কাশ্যপ, সহকর্মী ও ডিওপি দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে নিজের জন্মস্থান পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে শুরু করে গোটা দেশকেই এই অর্জন উৎসর্গ করেন।
আন্তর্জাতিক অঙ্গনের বিষয়েও মত দেন তিনি। ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত প্রসঙ্গে অনুপর্ণা বলেন, প্রতিটি শিশুর শান্তি ও স্বাধীনতায় বেড়ে ওঠার অধিকার রয়েছে—প্যালেস্টাইনও এর ব্যতিক্রম নয়।
উল্লেখ্য, সংস অফ ফরগটেন ট্রিজ মুম্বাইয়ে বসবাসরত দুই নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত। অভিনয় করেছেন নাজ শেখ ও সুমি বাঘেল। ছবিটির প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি ও রঞ্জন সিং; প্রেজেন্টার অনুরাগ কাশ্যপ।

