স্পোর্টস ডেস্ক || মিডিয়া জার্নাল
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের সীমান্তপারের বিমান হামলায় তিন তরুণ ক্রিকেটার—কবির আগা, সিফগাতুল্লাহ ও হারুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ ও জাতীয় দলের খেলোয়াড়রা সোমবার পাকতিকা সফর করেন।
এসিবির এক্স (X) পোস্টে জানানো হয়, আশরাফ, রহমত শাহ, জহির খান, ফরিদ মালিক ও শাবির নূরিসহ বোর্ড কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
মিরওয়াইস আশরাফ বলেন, “আমাদের তরুণ ক্রিকেটারদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। মানবতা ও শান্তির শত্রুরা তাদের আশা নির্মমভাবে হত্যা করেছে।” তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরে এসিবি প্রতিনিধিদল শহীদ ক্রিকেটারদের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানায় ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানের বিমান হামলায় ওই তিন ক্রিকেটারসহ কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান। এ ঘটনার প্রতিবাদে আফগানিস্তান আসন্ন পাকিস্তান-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে।



























