ডেস্ক রিপোর্টার || ভয়েজ অফ জাস্টিস

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে আজ শনিবার ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৯.৫ কিলোমিটার গভীরে অবস্থান করেছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই। আগে তারা জানিয়েছিল, উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ ১ মিটার উচ্চতার বিপজ্জনক ঢেউ উঠতে পারে, তবে পরে সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
গত জুলাই মাসে কামচাতকা উপদ্বীপের কাছে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ৪ মিটার উচ্চতার সুনামি হয়েছিল। সেসময় হাওয়াই থেকে জাপান পর্যন্ত মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছিল।
উল্লেখ্য, ২০১১ সালের জাপানের উপকূলে ৯.১ মাত্রার ভূমিকম্পের পর এটি সবচেয়ে শক্তিশালী ঘটনা। সেই সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সময়ও লাখ লাখ মানুষকে উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছিল এবং সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছিল।

