বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে ই-গেট, পাসপোর্ট ফি কমবে।
ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
ঢাকা: আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা পাসপোর্ট স্ক্যান করেই ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করে ফি কতটা কমানো হবে তা নির্ধারণ করা হবে।
উপদেষ্টা আরও জানান, বিমান ভাড়ায় সুবিধা দেওয়ার বিষয়েও চেষ্টা চলছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের ই-পাসপোর্ট দেওয়ার কাজ সম্পন্ন হবে।



























