রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রথমে আগুন লাগে একতলা টিনশেড রাসায়নিকের গুদামে। পরে তা পাশের চারতলা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা জানতে পারেন, পোশাক কারখানার ছাদের দরজায় তালা মারা ছিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, টিনশেড গুদামটি একতলা হলেও উচ্চতায় প্রায় দুই তলার সমান। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
চারতলা পোশাক কারখানা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগের শরীর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। নিহতদের শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে রাসায়নিকের গুদামে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।



























