ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
ঢাকা: মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান চালাচ্ছিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা। রবিবার (১২ অক্টোবর) পুলিশের পদক্ষেপে তারা ওই অবস্থান ছেড়ে দেয়ার ফলে প্রেসক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনের স্থান থেকে সরে শহীদ মিনার দিকে চলে গেলে পল্টন থেকে কদম ফোয়ারার রাস্তা খুলে যায় এবং ভাঙাচোড়া জ্যাম তুলে যায়। তবে প্রেসক্লাবের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েন এখনো রয়েছে এবং ক্ষুদ্রসংখ্যক শিক্ষক এলাকা ছাড়েনি—তাহলেও পুলিশের বিরুদ্ধে তখন কোনো কঠোর ব্যবস্থা দেখা যায়নি।
সকালে নয়টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে এক পর্যায় সড়ক বন্ধ হয়ে পড়ে। পুলিশ শিক্ষকদের সরানোর জন্য দুপুর পৌনে দুইটার দিকে অভিযান শুরু করে; ওই সময় লাঠিচার্জের সঙ্গে রঙিন পানি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
শিক্ষকদের একজন দিদারুল আলম অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ব্যাহত করা হয়েছে এবং দাবি পূরণ না হলে তারা কঠোর পদক্ষেপ নেবেন—প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেবেন।
দীর্ঘকাল চলা এই অবস্থান কর্মসূচির ফলে প্রেসক্লাব এলাকায় যানজট ও জনদুর্ভোগ দেখা দিয়েছিল। আপাতত এই কর্মসূচিটি স্থগিত রাখা হয়েছে।



























