শিক্ষকদের সংক্ষিপ্ত মিছিল শেষে আগামীকাল বড় কর্মসূচির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন নেতারা।
ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে সংক্ষিপ্ত মিছিল করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শনিবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত মিছিল করে তারা। পরে হাইকোর্ট মোড়ে সমবেত হয়ে শিক্ষকরা তাদের দাবি তুলে ধরেন। সেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি জানিয়ে বক্তব্য দেন।
রাশেদ খান বলেন, “আমলাদের চেয়ে শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত। কেন শিক্ষকদের কর্মবিরতি করতে হবে, আন্দোলনে নামতে হবে? শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে হবে।”
পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসে। শিক্ষক নেতারা জানান, তাদের আন্দোলনের পরবর্তী ধাপে আগামীকাল (রবিবার) বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এর আগে তারা যমুনা অভিমুখে লংমার্চের সম্ভাব্য ঘোষণা দিয়েছিলেন।



























