ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
সরকার জানিয়েছে, পতিত ফ্যাসিবাদী শাসনামলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের আসন্ন নির্বাচনে যতটা সম্ভব দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়—
১. নির্বাচনের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২. সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি স্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
৩. মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে।
৪. ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।
৫. আগের তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার দায়িত্বে না রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা আগামী জানুয়ারির মধ্যেই শেষ হবে। আনসার ও ভিডিপি সদস্যদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে—যার সংখ্যা প্রায় ছয় লাখ।
এ ছাড়া এবারের নির্বাচনে প্রায় ৩৩ হাজার বিজিবি সদস্য ও ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে উপদেষ্টা জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সিনিয়র সচিব নাসিমুল গনি।



























