এনসিপি ছাড়ছেন জুলাই যোদ্ধা হামীম রাহাত: নগরীতে নানা গুঞ্জন
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা এবং অভ্যুত্থান-পরবর্তী খুলনার রাজপথের আলোচিত মুখ আহম্মদ হামীম রাহাত ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বর্তমানে এনসিপি খুলনা মহানগরীর অন্যতম সংগঠকের দায়িত্বে আছেন। এনিয়ে নগরীতে জোর গুঞ্জন চলছে।
জানা গেছে, শুধু আহম্মদ হামীম রাহাতই নন, তার সঙ্গে খুলনা জেলা সমন্বয় কমিটির একাধিক নেতার দল ত্যাগের বিষয়টিও আলোচনায় রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহম্মদ হামীম রাহাত তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এনসিপি-কে নিয়ে একটি পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, সেই পোস্টটিই দল থেকে তার সরে আসার গুঞ্জনকে আরও বেশি জোরালো করেছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট নেতা বা এনসিপি’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং দলের প্রভাবশালী এই সংগঠকের এমন সিদ্ধান্ত কার্যকর হলে তা খুলনায় এনসিপি’র সাংগঠনিক কাঠামোতে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্র আন্দোলনের আলোচিত মুখ আহম্মদ হামীম রাহাত বলেন, শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার বক্তব্য তুলে ধরবো।





















