তথ্যপ্রযুক্তি ডেস্ক || মিডিয়া জার্নাল
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের শীর্ষ সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং বিনোদন সেবাকে একত্রিত করে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা আনতে যাচ্ছে।
তার ভাষায়, “আমরা চাই যোগাযোগ ও বিনোদনে সীমাবদ্ধতা দূর করে ডিভাইস, ভয়েস, ডেটা ও কনটেন্ট ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত করতে।”
বিটিসিএল এমভিএনও সেবা, মোবাইল সিম এবং বিটিসিএল আলাপ অ্যাপভিত্তিক ভয়েস কলিংয়ের মাধ্যমে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল সুবিধা দেবে। পাশাপাশি বিটিসিএল জীপন ও আইএসপি সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ডেটা সেবা।
বিনোদনের জন্য থাকবে ওটিটি প্ল্যাটফর্ম—বঙ্গ, চর্কি, হইচই—এর আনলিমিটেড কনটেন্ট অ্যাক্সেসের সুযোগ। পরবর্তীতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা অনলাইন কনটেন্ট পাইরেসি কমাতে সহায়ক হবে।
এছাড়া মাত্র ৫০০ টাকার মাসিক কিস্তিতে এক বছরের প্যাকেজে গ্রাহকদের দেওয়া হবে স্মার্টফোন হ্যান্ডসেট, যেখানে প্রাথমিকভাবে অল্প পরিমাণ ডিপোজিট রাখতে হবে। এতে দেশে ডিভাইস অ্যাক্সেসের সংকট দূর হবে বলে আশা করছে বিটিসিএল।
বিটিসিএল কর্তৃপক্ষ আগামী অক্টোবর মাসে এই নতুন সেবা বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দেবে।


























