ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখে ভিভো বাজারে এনেছে ভি সিরিজের নতুন সংযোজন—ভি৬০ লাইট। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এটি তৈরি হয়েছে একদম পারফেক্ট ট্রাভেল কম্প্যানিয়ন হিসেবে।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উন্মোচন করা হয় স্মার্টফোনটি। সঙ্গীতশিল্পী তাহসানের পারফরম্যান্স, ইনফ্লুয়েন্সার ও টেক রিভিউয়ারদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। একই দিন থেকেই ফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে।
ভি৬০ লাইটে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা ছবিতে এনে দেয় দ্বিগুণ উজ্জ্বলতা ও ৭৩ গুণ নরম আলো। এতে ব্যবহৃত সনি আইএমএক্স৮৮২ সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোরকে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ভিভোর উন্নত এআই মাস্টার অ্যালগরিদম প্রতিটি ছবিকে করে তোলে নিখুঁত ও নয়েসমুক্ত।
এআই ইমেজ স্টুডিও ফিচারের মধ্যে রয়েছে এআই ফোর সিজন পোর্ট্রেট, যা ছবিতে এনে দেয় ঋতুর আবহ—গ্রীষ্ম, শীত, শরৎ কিংবা বসন্তের স্পর্শ। পাশাপাশি এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স ফিচার ছবি সম্পাদনায় যোগ করে পেশাদারি ছোঁয়া।
শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধায় ফোনটি দীর্ঘ ভ্রমণেও রাখবে নিরবচ্ছিন্ন। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট দেবে প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। শক্তিশালী ফিচার, উন্নত ক্যামেরা ও আভিজাত্যপূর্ণ ডিজাইনের মাধ্যমে এই ডিভাইস আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে আরও সহজলভ্য করেছে।”
ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ যোগ করেন, “গ্রাহকদের জীবনধারা ও পছন্দকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত নতুন কিছু আনার চেষ্টা করি। ভি৬০ লাইট সেই ধারাবাহিকতারই অংশ—যা হবে ভ্রমণের পারফেক্ট সঙ্গী।”
মাত্র ৭.৫৯ মিমি আল্ট্রা-স্লিম বডির এই ফোন পাওয়া যাবে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক—দুই রঙে। ১২ জিবি ও ৮ জিবি র্যামের ফাইভজি ও ফোরজি সংস্করণে উপলব্ধ ভিভো ভি৬০ লাইট কিনলে মিলবে আড়াই হাজার টাকার গিফট প্যাক জেতার সুযোগও।


























