জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার (১৪ সেপ্টেম্বর) কমিশনের বৈঠকে অংশ নেবেন।
বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন–সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা সেখানে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করবেন। তিনি সভাকক্ষ ত্যাগ করার পর রাজনৈতিক নেতাদের সঙ্গে কমিশনের বিস্তারিত আলোচনা চলবে।
আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন।

