ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্বচ্ছতা বজায় রেখে নির্দিষ্ট ক্যালেন্ডার মেনে প্রতিবছর নিয়মিত সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
রোববার (৭ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, বিসিএস পরীক্ষা হচ্ছে দেশের প্রশাসনে প্রবেশের মূল ধাপ। এখানে যদি অনিয়ম হয়, তবে এর প্রভাব পুরো ব্যবস্থায় ছড়িয়ে পড়বে। তাই সময়মতো পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। সংকট ও সমস্যাগুলো দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, ইতিমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানা অনিয়ম হয়েছে। তবে এখন সংস্কারের মাধ্যমে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে পিএসসির প্রতি সবার আস্থা ফিরে আসে। পাশাপাশি প্রশ্নপত্রের মান উন্নত করে চাকরিপ্রার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্যও প্রস্তুত করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

