ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও জাল ভোটের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ ও ছাত্র ফ্রন্ট–সমর্থিত প্যানেল সংশপ্তক পর্ষদ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত জানান প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী জাহিদুল হাসান ইমন।
তিনি অভিযোগ করেন, ১৫ নম্বর ছাত্রী হলে জাল ভোটের প্রমাণ মিলেছে, যেখানে ভোটকেন্দ্রে আগেভাগে পূরণ করা ব্যালট পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটারের সংখ্যা ২৯৯ হলেও ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে ৪০০টি। ভোটার তালিকায় ছবি সংযুক্ত না থাকায় যে কেউ এসে ভোট দিচ্ছে বলেও দাবি করেন তিনি। রফিক–জব্বার হলেও একই অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
জাহিদুল আরও জানান, প্রতিটি হলে বহিরাগতদের উপস্থিতি দেখা গেছে এবং প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এসব কারণে সংশপ্তক পর্ষদ ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সব বিভেদ ভুলে প্রশাসন ও ছাত্রশিবিরের এই কারচুপি প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেলও একই অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।

