খুলনায় বিএনপি নেতা হেলালের নির্বাচনী প্রচারণা শুরু
বিএনপিই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ: আজিজুল বারী হেলাল
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
বিএনপিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র ‘কবচ’ হিসেবে আখ্যায়িত করেছেন দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
খুলনার রূপসা ঘাটে ব্যাংক চত্বরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, “যদি বিএনপি আগামীতে নির্বাচিত না হয়, তবে দেশের সার্বভৌমত্ব আবারও বিপদের মুখে পড়বে। আজ দেশের সব বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক একমত—বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র শক্তি হলো বিএনপি।”
নেতাকর্মীদের উদ্দীপ্ত করে তিনি বলেন, “বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, ততবারই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনারা ধানের শীষে ভোট দিন—আমরা একসাথে এই জনপদকে উন্নয়ন, উৎপাদন ও ঐক্যের মডেলে রূপান্তরিত করবো।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা,এনামুল হক সজল, সদস্য রিয়াজ মোল্লা, সাঈদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব জাবেদ হোসেন।



















