খুলনা অফিস || মিডিয়া জার্নাল
সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া দুটি পোস্ট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে খুলনা বিএপিতে। খুলনা সদর আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু রোববার সন্ধ্যায় ফেসবুকে শুকরিয়া জানিয়ে পোস্ট দেন। আগামী সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন, এটাই নিশ্চিত হয় পোস্ট থেকে। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
নজরুল ইসলাম মঞ্জু আমার দেশকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করতে নির্দেশনা দিয়েছেন। রবিবার (২ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি তাকে ফোন দেন এবং পক্ষ বিপক্ষ সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রস্ততি শুরুর নির্দেশনা দেন। তিনি বলেন, পছন্দ অপছন্দ থাকবে, তবে নির্বাচনে সবাইকে লাগবে। এ সময় বিএনপি নেতা মঞ্জু তার শারীরিক অসুস্থতার কথা জানালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সুস্থ হয়ে ওঠার পর কাজ শুরু করতে বলেন।
রবিবার সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে মঞ্জু উল্লেখ করেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রæত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পরবর্তী পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাশ প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নিষেধ। এছাড়া কাউকে খাটো করা বিদ্বেষ ভাব পোষণ করা এবার দেখে নেব এ ধরনের উক্তি বা ভাব পোষণ থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলবো আমরা সবাই ।
নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থায় রয়েছেন। গত ২৭ অক্টোবর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ওই রাতেই খুলনায় ফেরেন তিনি। পরদিন থেকেই তীব্র জ্বর ও শরীর ব্যাথায় আক্রান্ত হন। পরীক্ষায় তার চিকুনগুনিয়া ধরা পড়ে।


















