খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আবারও নেতৃত্বের মূল ধারায় ফিরলেন এস এম মনিরুল হাসান বাপ্পী। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তিনি। শনিবার (১নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসার বাপ্পী জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব লাভ করায় খুশির বন্যা বয়ে যাচ্ছে কর্মীদের মাঝে। সকাল থেকেই বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। রোববার বিকেলে ঢাকা থেকে খুলনা ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কুদির বটতলায় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আনা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির তিন সদস্যের আহবায়ক কমিটি আসে। এর আগের কমিটিতে মনিরুল হাসান বাপ্পী সদস্য সচিব ছিলেন। তবে ৫ আগস্টের পর নানা অনিয়মের অভিযোগ আসায় আমির এজাজ খান ও মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বাধীন সেই কমিটি বিলুপ্ত করে দেয় কেন্দ্র। এজাজ-বাপ্পী উভয়ের বিরুদ্ধেই নানা অনিয়মে জড়িয়ে পড়ার গুরুতর অভিযোগ ওঠে। এদিকে দায়িত্ব লাভের কিছুদিনের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হন আবু হোসেন বাবু। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এলেও শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
দলীয় সূত্রে জানা গেছে, মনিরুল হাসান বাপ্পীর রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ছাত্র জীবনে বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের এজিএস এবং খুলনা জেলা ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। এরপর খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক, রূপসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হন। খুলনা জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জেলা বিএনপির সদস্য সচিব হয়েছেন। একাধিকবার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।



















