ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের বড় সুযোগ এসেছিল, কিন্তু বর্তমানে সর্বত্র দেখা যাচ্ছে অনৈক্যের সুর।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ ম্যাগাজিন আয়োজিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নেওয়ার বড় সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখন রাজনীতিবিদদের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে— কেউ সরে যাচ্ছেন, কেউ দলবিচ্ছিন্ন হচ্ছেন, সর্বত্র অনৈক্য ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের কথায় অনেকে আগ্রহ হারালেও, বাস্তবে তারাই দেশের দিকনির্দেশনা ঠিক করেন। কেউ জাতিকে উন্নতির পথে নিয়ে যান, আবার কেউ ভুল পথে ঠেলে দেন।”
মির্জা ফখরুল মনে করেন, রাজনীতিতে সততা ও আদর্শ না ফিরলে জনগণের আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষা আজ নিম্নমানের হয়ে পড়েছে, যার জন্য দায়ী রাজনীতিবিদ ও প্রশাসন—দু’পক্ষই।”



















