ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

অবিলম্বে জুলাই সনদ কার্যকরসহ চার দফা দাবি সামনে রেখে যুগপৎ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আরও ছয়টি রাজনৈতিক দল। দলগুলো শিগগির পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে।
সূত্র জানায়, আলোচনার পর দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সেই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা (পিআর) প্রবর্তন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ আন্দোলনে নামতে একমত হয়েছে।
এ উদ্যোগে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক), খেলাফত মজলিস (আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদের), গণ অধিকার পরিষদ (নূরুল হক), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস শিগগির সংবাদ সম্মেলন করে ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
যদিও পিআর পদ্ধতি নিয়ে কিছু মতপার্থক্য আছে—কোনো দল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রেই চায়, আবার কেউ শুধু উচ্চকক্ষেই চাইছে। তাই পিআরের দাবি ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে।
তবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সব দল একমত। তাঁদের বক্তব্য, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করা হলে তার সহযোগী জাতীয় পার্টি ও ১৪–দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রমও নিষিদ্ধ হওয়া উচিত।
নেতাদের ভাষ্য, তাঁরা চান ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং সেটি হোক জুলাই সনদের ভিত্তিতে।

