ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে যাচ্ছেন দৈনিক আমার দেশ–এর সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
তিনি জানান, ওইদিনই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তাঁরা উপস্থিত হতে পারেননি। এজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হলে আদালত তা মঞ্জুর করেন। আগামী সোমবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউটর আশা প্রকাশ করেন, সেদিনই দুই সাক্ষী আদালতে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।
এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে সাবেক আইজিপি মামুনের দেওয়া ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষীর আবেদনও আদালত মঞ্জুর করে। ইতোমধ্যে এই মামলায় মোট ৪৫ জন সাক্ষী তাঁদের জবানবন্দি দিয়েছেন।

