ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভোটকেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
এই সময় নারী শিক্ষার্থীদের কাছে সমর্থন চাইতে হাজির হন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তারা পৃথক সময়ে টিএসসি কেন্দ্রে আসেন। সকাল ৮টা ১৫ মিনিটে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার কেন্দ্র পরিদর্শনে যান। নারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের ভোট দেওয়ার অনুরোধ জানান।
প্রচার প্রসঙ্গে আবু বাকের বলেন, “আজকের সকালটা খুব সুন্দর পরিবেশে শুরু হলো। শুরু থেকে শিক্ষার্থী ও প্রার্থীরা প্রচারণা উপভোগ করেছে। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা যোগ্য প্রতিনিধিকে বেছে নেবেন এবং নির্বাচিত প্রার্থীকে সবাই মেনে নেবেন।”
এরপর সকাল ৮টা ২৫ মিনিটে টিএসসিতে আসেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনিও নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিজের জন্য ভোট কামনা করেন।

