খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস

খুলনায় সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মৃত্যুর রহস্য উদঘাটন দাবিতে ‘সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উন্মোচন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হেসেন মোল্লাকে আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনকে সদস্য সচিব করে সোমবার এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, খুলনা রিপোর্টার্স ইউনিটি, খুলনা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি, পেশাদার সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনা জার্নালিষ্ট প্রোটেক্ট কমিটিসহ সাংবাদিক সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অর্ন্তভুক্ত হবেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদ।
সভায় সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবি জানানো হয়। এ দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাপিড আ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা জেলা এসপি, নৌ পুলিশ খুলনার এসপির সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এ দাবিতে খুলনার নাগরিক সমাজের সমন্বয়ে প্রতিবাদ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় দুই সপ্তাহ হতে চললো পুলিশ বুলু হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে অনেক কারণ রয়েছে। সাংবাদিক বুলু আত্মহত্যা করার মতো মানুষ নন। তাকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে খুলনার খানজাহান আলী (রহ:)-রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করে পুলিশ।

