একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে- এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখা বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালন করেছে।
জেলা সেক্রেটারি ইলিয়াছ হোসাইনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি পালন করে আসছে। তিনি শিক্ষার্থীদেরকে দেশের পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপন ও পরিচর্যা করার আহ্বান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক এম এম রকিব উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারিয়েট সদস্যগণ, দিঘলিয়া পূর্ব থানা শাখার সভাপতি খালিদ সাইফুল্লাহ, স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ এবং বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।

