খুলনা অফিস || মিডিয়া জার্নাল

খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। এ নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তড়িঘড়ি করে সেগুলো ফেরত নেয়া হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অনেকে বিষয়টি দেখে বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাদের অভিযোগ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়কার লিফলেটই ভুলবশত নয়, বরং অবহেলাবশত বিতরণ করা হয়েছে। এতে সরকারি সংস্থার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন কেউ কেউ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রকৌশলী মাহমুদ আলম বলেন, সরকার পরিবর্তনের পরও কেডিএ’র মতো সংস্থা পুরোনো রাজনৈতিক ছাপ বহন করে এমন লিফলেট বিতরণ করবে এটা মেনে নেয়া যায় না। এটা শুধুই ভুল নয়, অবহেলারও উদাহরণ। সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত সব উপকরণ যাচাই করা উচিত।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা শাখা লিফলেট বিতরণ করেছে। এ বিষয়ে জানতে কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। তবে এসএমএস পাঠালে তিনি প্রতি উত্তরে জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। আপনারা প্রকৃত ঘটনা জানলে আমাকে জানাবেন প্লিজ।
যোগাযোগ করা হলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন আমার দেশকে বলেন, এটি খুবই অনাকাঙ্খিত। দিবসকে কেন্দ্র করে অনেক লিফলেট ছাপা হয়। অফিসে কিছু পুরনো লিফলেট ছিল, ভুলবশত সেগুলো বিতরণ হয়ে গেছে। দেখতে পেয়েই আমরা তুলে নিয়ে ডেস্ট্রয় করে ফেলেছি। কেডিএ চেয়ারম্যান আরও জানান, আমরা বিষয়টি তদন্ত করবো এবং কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

