ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় আলিফ ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকেরা আজ সোমবার সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। নগরের বাসন কলম্বিয়া এলাকায় সকাল ৮টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানাটিতে কর্মরত প্রায় ৮০০ শ্রমিক রয়েছেন। পুলিশ ও শ্রমিকদের তথ্য অনুযায়ী, তাঁদের জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার বেতন চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস ছাড়া কিছু না পেয়ে সোমবার সকালে শতাধিক শ্রমিক কলম্বিয়া মোড়ে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ৯টার পর যান চলাচল আবার শুরু হয়।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, সেপ্টেম্বর মাসে প্রবেশ করলেও মালিকপক্ষ নানা অজুহাতে বেতন দিচ্ছে না। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষত বাড়িভাড়া না দিতে পারায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন অনেকে।
গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম জানান, মালিকপক্ষ ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রাখে। এ কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ জমে ওঠে। আন্দোলনের সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও পরে আবার স্বাভাবিক হয়।
এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

