খুলনা অফিস || মিডিয়া জার্নাল

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সুফিয়া বেগম (৬৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দারোগার ভিটা শান্তিনগর এলাকায় নিজ বাড়ির বারান্দা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সুফিয়া হান্নান মাতব্বরের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
জানা গেছে, সুফিয়া বেগম এই বাড়িতে একা বসাবস করতেন। তার ছেলে আব্দুর রহমান খুলনায় বসবাস করেন। সকালে এক প্রতিবেশী সুফিয়াকে সবজি দিতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। মৃতদেহের মাথা, কান, নাক ও মুখে আঘাতের চিহৃ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহমান বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি, কে বা কারা তাকে হত্যা করে লাশ বাড়ির বারান্দায় ফেলে রেখে যায়। নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

