খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের স্বাক্ষরিত নির্দেশনায় এ আদেশ কার্যকর করা হয়।
কেএমপির মিডিয়া সেল জানায়, প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে। শিগগিরই নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা তাঁদের কর্মস্থলে যোগ দেবেন।
নতুন আদেশ অনুযায়ী, সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা সদর থানায়, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে লবণচরা থানায়, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশারকে আড়ংঘাটা থানায়, লবণচরা থানার ওসি মো. তোহিদুজ্জামানকে হরিণটানা থানায়, আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামানকে খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে সোনাডাঙ্গা থানায়, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায় এবং খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলামকে দৌলতপুর থানায় বদলি করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার অংশ হিসেবেই এ রদবদল।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, “এটি নিয়মিত রদবদলের অংশ। খুব দ্রুত কর্মকর্তারা নতুন দায়িত্ব নেবেন।

