ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে যান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজ নিতে। তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।
হাসপাতালে গিয়ে তারা নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পাশে কিছুক্ষণ অবস্থান করেন। নুরের দ্রুত আরোগ্য কামনা করে তারা বিশেষ মোনাজাতও করেন।
শিক্ষাঙ্গনের ছাত্রনেতারা বলছেন, প্রজন্মের ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকলেও একে অপরের প্রতি মানবিকতা ও সহমর্মিতা প্রকাশের এই চিত্র ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। ডাকসুর ইতিহাসে ছাত্রনেতাদের মধ্যে মতপার্থক্যের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাদিক কায়েম ও তার সহকর্মীদের এই উদ্যোগ শিক্ষার্থীদের কাছে ইতিবাচক বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে বলে অনেকেই মনে করছেন।

