ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের পক্ষে শিক্ষার্থীর বাড়ি গিয়ে ভোট চাওয়ায় খুলনার রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইমতিয়াজ আলী সুজন নিজেকে খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়ে এক ভোটারকে ফোনে বলেন- “হ্যালো, আসসালামু আলাইকুম, চৈতি আপু বলছেন? আমি রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন। আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মুর সঙ্গে কথা হয়েছে।
আমরা মূলত আপনার বাসায় গেছি, কারণ আপনি অবগত আছেন, ঢাকা ভার্সিটিতে নির্বাচন চলতেছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে আবিদ-হামিম-মায়েদ পরিষদ। আমরা এ পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছি। জিএস পদে যিনি নির্বাচন করছেন তিনি খুলনার রূপসার ছেলে ও আজিজুল বারী হেলালের ভাইপো।”
জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচার চালিয়েছেন এবং তার নির্বাচনী স্ট্যাটাস শেয়ার করেছেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান সাফি ইসলাম বলেন, আমরা কাউকে ডাকসু নির্বাচনে ভোট চাইতে বলি নাই। পাশাপাশি কেন্দ্র থেকে কোন নির্দেশনা দেয়া হয় নাই। তাহলে কেন কল দিবে ? এ কাজের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমাদের কাছে। পাশাপাশি নারী শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছে, কেন বহিরাগতদের দিয়ে ভোট চাওয়া হচ্ছে ? এসব কারনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছি।
তিনি বলেন, সরাসরি বহিস্কার করা কঠিন সিদ্ধান্ত। তবে এর মাধ্যমে সবাইকে ম্যাসেজ দিতে চাই, ছাত্রদল কোন অন্যায় মেনে নেবে না এবং অন্যায় করলে শাস্তি পেতে হবে।

