ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রবেশপথে প্রার্থী ও তাঁদের কর্মীদের ভিড় তৈরি হয়েছে। এতে ভোট দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে স্থাপিত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এসএম হলের কেন্দ্রের সামনে এমন পরিস্থিতি দেখা যায়।
সরাসরি দেখা গেছে, প্রার্থীরা তাঁদের সহযোগীদের নিয়ে কেন্দ্রের সামনেই লিফলেট বিলি করছেন। কেউ ব্যাগভর্তি লিফলেট এনেছেন, কেউ আবার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। ভোটাররা কেন্দ্রে ঢোকার সময় হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একক প্রার্থী বা পুরো প্যানেলের নাম ও ব্যালট নম্বর লেখা লিফলেট। এতে একদিকে ভোটারদের বিড়ম্বনা বাড়ছে, অন্যদিকে লাইনে কৃত্রিম জট তৈরি হচ্ছে।
আচরণবিধি অনুযায়ী নির্বাচনের দিন কোনো প্রার্থী বা তাঁর পক্ষে ভোটার স্লিপ দেওয়া যাবে, তবে শর্ত হলো—ভোটকেন্দ্রের অন্তত ১০০ মিটারের বাইরে থেকে তা বিতরণ করতে হবে। এছাড়া ৭ সেপ্টেম্বরের পর থেকে সব ধরনের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু অনেক প্রার্থী ও তাঁদের সমর্থককে এসব নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে।
সকাল ৯টা ২০ মিনিটের দিকে মানবসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এ বি জোবায়ের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তখন কয়েকজন তাঁর দিকে তেড়ে গিয়ে ‘ভুয়া’ স্লোগান দিতে দিতে তাঁকে সরিয়ে দেন।
এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি জটলা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের সুবিধার্থে ভিড় না করার অনুরোধ জানান।
তবে সকাল ১০টার দিকে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, অভিযোগ শোনা গেলেও সরেজমিনে তেমন চিত্র পাওয়া যায়নি। তিনি জানান, আবার অভিযোগ এলে পুলিশ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি ভঙ্গের বিষয়েও কমিশন নজর রাখছে।

